শিরোনাম
মুগাবেকে পদত্যাগে সময় বেঁধে দিয়েছে দল
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ০৬:৫২
মুগাবেকে পদত্যাগে সময় বেঁধে দিয়েছে দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুয়ের গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পদত্যাগের জন্য সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তার নিজের দল জানু-পিএফ।


পদত্যাগ না করলে, তাকে ইমপিচ বা অভিশংসনেরও হুমকি দিয়েছে দল।


এর আগে রবিবারই দলের এক সম্মেলনে তাকে দলের নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট পড়ে। মুগাবের স্ত্রী গ্রেসকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।


মুগাবেকে পদত্যাগ করতে রাজী করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন জিম্বাবুয়ের সেনা অধিনায়করা।


সরকারি মিডিয়াতে দেখা গেছে কয়েকজন সিনিয়র জেনারেল এবং পুলিশ প্রধান হারারেতে প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে তার সাথে করমর্দন করছেন।


সাবেক মুক্তিযোদ্ধাদের এক নেতা হুঁশিয়ার করেছেন, মুগাবে পদত্যাগ না করলে রাস্তায় সহিংসতা শুরু হবে।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com