শিরোনাম
ক্ষমতাসীন দল প্রধানের পদ হারালেন মুগাবে
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১৯:৩২
ক্ষমতাসীন দল প্রধানের পদ হারালেন মুগাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করেছে। রবিবার তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সেই এমারসন মানগাগওয়া, যাকে মাত্র দু'সপ্তাহ আগে ভাইস-প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করেছিলেন খোদ রবার্ট মুগাবে!


জিম্বাবুয়ের রাজনীতি নাটকীয় মোড় নেই এই মানগাগওয়াকে কেন্দ্র করেই। মুগাবের উচ্চাভিলাষী স্ত্রী গ্রেস মুগাবের পরবর্তী প্রেসিডেন্ট হবার রাস্তা পরিষ্কার করতেই এমারসনকে সরানো হয়। তবে এটি যে হিতে বিপরীত হয়েছে তা বলাই বাহুল্য।


এ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সেনা অভ্যুত্থানে মুগাবে যুগের অবসান হয়। একইসাথে পলাতক ফার্স্ট লেডি গ্রেসকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।


শনিবার হাজার হাজার মানুষ রাজধানী হারারের রাস্তায় নেমে পড়েন। এদিন প্রেসিডেন্ট মুগাবের বিরুদ্ধে প্রতিবাদ রুপ নেয় 'তার পতন উদযাপনে'। এমনকি সস্ত্রীক দল থেকে শাস্তি পাওয়ায় উল্লাস করছে জিম্বাবুয়ের আম-জনতা। সূত্র: বিবিসি, রয়টার্স


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com