শিরোনাম
ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়ে পেন্টাগনের টুইট!!
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১০:১৬
ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়ে পেন্টাগনের টুইট!!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়ে করা একটি টুইট ভুল করে রিটুইট করেছে মার্কিন পররাষ্ট্র দফতর পেন্টাগন। এই ভুলের জন্য মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশও করা হয়েছে।


প্রাউড রেজিস্টার নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার একটি টুইট পোস্ট করা হয়। এতে বলা হয়, সমাধান সহজ। রয় মুর : নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। অ্যাল ফ্রাঙ্কেন : কংগ্রেস থেকে পদত্যাগ করুন। ডোনাল্ড ট্রাম্প : প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করুন। জিওপি: যৌন হয়রানিকে পক্ষপাতমূলক সমস্যা বলা বন্ধ করুন। এটি একটি অপরাধ, যেমনটি আপনাদের ভন্ডামিও।


পেন্টাগনের রিটুইটটি মুছে ফেলার আগে ৫২ লাখ বার শেয়ার হয়েছে।


পেন্টাগনের মুখপাত্র কর্নেল রব ম্যানিং এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষা দফতরের অফিসিয়াল টুইটারের এক অনুমোদিত অপারেটর ভুল করে ওই টুইটটি রিটুইট করে এবং এই ধরনের কোনো বক্তব্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সমর্থন করে না। অপারেটর দ্রুতই এই ভুল ধরেছে এবং দ্রুতই তা মুছে ফেলে।


এর আগে বুধবারেও এই পেইজ থেকে আমেরিকার ‘গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি’ ও ‘বি-ওয়ান বম্বার প্লেন পারমানবিক বোমা নিক্ষেপে সক্ষম’ সম্পর্কিত একটি প্রতিবেদন শেয়ার করা হয়। পরবর্তীতে প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয় ওই প্রতিবেদনটি ছিলো ভুয়া। সূত্র: দি ইন্ডিপেনডেন্ট


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com