শিরোনাম
তিব্বতে ৬.৯ মাত্রার ভূমিকম্প
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১০:০১
তিব্বতে ৬.৯ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিব্বতে রিখটার স্কেলের ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। শনিবার সকালে তিব্বতের নিয়েংচি প্রিফেকচারে ওই ভূমিকম্পটি আঘাত হানে। তিব্বতের ওই অঞ্চলটি ভারতের অরণাচল প্রদেশের সীমান্ত কাছাকাছি অবস্থিত। খবর টাইমস অব ইন্ডিয়ার।


শনিবার ভোরে কেঁপে ওঠে অরুণাচলের বিস্তীর্ণ অঞ্চল। অরুণাচলে ইন্দো-তিব্বত সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল কম্পনের উপকেন্দ্র। চিনের ভূমিকম্প পর্যবেক্ষণ দফতরের তরফে জানানো হয়েছে কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ভোরের ভূমিকম্পের প্রায় ২ ঘণ্টা পর আফচার শকে ফের কেঁপে ওঠে ওই এলাকা।


ভূবিজ্ঞানীরা বলছনে, সময়ের সঙ্গে এশিয় টেকটনিক প্লেটের নীচে ক্রমশ ঢুকছে ভারতীয় টেকটনিক প্লেট। এর ফলেই হিমালয় পর্বতের সৃষ্টি। ভারতীয় প্লেটের চাপ গিয়ে পড়ে তিব্বতের ওই এলাকায়। ফলে এর আগেও সেখানে একাধিক ভয়াবহ ভূমিকম্প হয়েছে।


বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে, চীন ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি)।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত জিনহুয়া নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।


এই ভূমিকম্পের পর আরো একটি কম্পন অনুভূত হয় বেইজিংয়ের সময় সকাল সাড়ে ৮টায়। যেটি ছিল রিখটার স্কেলে ৫ মাত্রার। এটিরও উৎপত্তিস্থল ছিল তিব্বতে।


>>ভারত-চীন সীমান্তে শক্তিশালী ভূমিকম্প


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com