শিরোনাম
৪৪ ক্রুসহ আর্জেন্টিনার ডুবোজাহাজ নিখোঁজ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ০৯:১৯
৪৪ ক্রুসহ আর্জেন্টিনার ডুবোজাহাজ নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

৪৪ জন নেভি ক্রুসহ আর্জেন্টিনার নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, ডুবোজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় সাগরজুড়ে ব্যাপক অভিযান শুরু হয়েছে। খবর বিবিসি, রয়টার্সের।


আর্জেটিনার এই সাবমেরিনটির নাম এআরএ সান জুয়ান। বুধবার সান জর্জ গাল্ফ থেকে ৪৩২ কিলোমিটার গভীরে শেষ অবধি রাডারে ধরা পড়েছিল এই জাহাজটি।


নৌবাহিনীর একজন মুখপাত্র জানায়, দুইদিন আগে ডুবোজাহাজটি নিখোঁজের আগে সর্বশেষ আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের সাগরে থাকা অবস্থায় যোগাযোগ হয়।


নৌবাহিনীর মুখপাত্র এনরিখ বালবি জানায়, এখানে যদি যোগাযোগ সমস্যা হতো তবে ডুবোযানটি উপরিভাগে ভেসে উঠতো।


এদিকে আর্জেন্টিনা নৌবাহিনীর মুখপাত্র এনরিকে বালবি বলেছেন, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টাকে সামনে রেখে তদন্ত করছি। যদি ডুবোজাহাজটি যোগাযোগগত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটি আবারো ভেসে উঠবে।


বালবি আরো বলেন, ডুবোজাহাজটি দেশটির দক্ষিণাঞ্চলীয় উসুআইয়া থেকে মার দেল প্লাতায় যাচ্ছিল। ডুবোজাহাজে কয়েকদিনের খাবার রয়েছে। যদি যোগাযোগগত কোনো সমস্যা হয় তারপরও এটি গন্তব্যের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com