শিরোনাম
অভ্যুত্থানের পর এই প্রথম জনসম্মুখে মুগাবে
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:৫৮
অভ্যুত্থানের পর এই প্রথম জনসম্মুখে মুগাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সেনা অভ্যুত্থান পরবর্তী জল্পনা-কল্পনা আর কঠিন নীরবতা ভেঙে এই প্রথম জনসম্মুখে এলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। শুক্রবার রাজধানী হারারেতে এক স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।


গত বুধবার দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই তিনি গৃহবন্দী ছিলেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতায় জিম্বাবুয়ের সেনাবাহিনী আকস্মিকভাবে অভ্যুত্থান করে বসে। এদিন তাদের পক্ষ থেকে জানানো হয় যে তারা মুগাবের সাথে নিজেদের 'সম্পৃক্ত' করছেন। তাছাড়া তার সাথে সংলাপে অবশেষে কি দাঁড়ায় সে ব্যাপারে 'যত দ্রুত সম্ভব' জনগণকে পরামর্শ দেবেন।


জানা যায়, এদিন মুগাবে জিম্বাবুয়ের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে আসেন এবং সবার সাথে জাতীয় সংগীতে অংশ নেন। ওদিকে তার স্ত্রী গ্রেস মুগাবে এবং শিক্ষামন্ত্রী জোনাথন মোয়োর বাসায় সেনা অভিযানের আগে থেকেই তারা পলাতক।


নিজের স্ত্রীকে প্রাধান্য দিতে পরবর্তী প্রেসিডেন্ট হবার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকা ভাইস প্রেসিডেন্ট এমানুয়েল মানগাগওয়াকে গত সপ্তাহে বরখাস্ত করেন মুগাবে। এরপরপরই অভ্যুত্থান করে বসে দেশটির সেনারা। সূত্র: বিবিসি, রয়টার্স


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com