শিরোনাম
নেপালে স্বল্পতম খরচে বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৬, ১৯:৫২
নেপালে স্বল্পতম খরচে বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেপালের রাজধানী কাঠমান্ডুর সিভিল হসপিটালে দু'মাস আগে থেকে বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট শুরু হয়েছে। দেশটির কোনো হাসপাতালে এই চিকিৎসা এ-ই প্রথম। হাসপাতালটি এর জন্য নিচ্ছে পাঁচ লাখ রুপি। বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট করায় এশিয়ায় এটাই সবচেয়ে কম খরচ।


হাসপাতালের ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগের প্রধান ডা. বিশেষ পাউদাল বলেন, দু' মাস আগে আমরা সফলভাবে প্রথম বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট সম্পন্ন করেছি, আর গত শনিবার করেছি দ্বিতীয়টা।


একটি বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট ইউনিট স্থাপনের জন্য সিভিল হসপিটাল গত পাঁচ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়স, হসপিটাল অ্যান্ড হেলথ সায়েন্স সিস্টেমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। শিকাগো থেকে আসা একদল হেমাটোলজি বিশেষজ্ঞ এই সেবা প্রদানে সিটি হসপিটালকে সহায়তা দিচ্ছে। সূত্র : হিমালয়ান টাইমস


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com