শিরোনাম
বিরোধী দলকে বাগে নিলো স্পেন
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৭, ১৮:৩৬
বিরোধী দলকে বাগে নিলো স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাতালোনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে আগামী জানুয়ারিতে নতুন নির্বাচন দিয়ে মূলত আঞ্চলিক স্বাধীনতা আন্দোলন ভণ্ডুল করতে চাইছে স্পেন। শুক্রবার কেন্দ্রীয় সরকার কোনো বিশেষ পদক্ষেপ নিতে চাইলে ইউরো জোনের চতুর্থ বৃহৎ অর্থনীতির স্বার্থে সেটাকে সমর্থন দেবে বলে জানিয়েছে প্রধান বিরোধী সমাজতান্ত্রিক দল।


প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় দলটির সাথে তাদের মৈত্রীকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছেন এবং শনিবার অঞ্চলটিতে সরাসরি শাসন আরোপের ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে বসবেন বলে জানা যায়।


স্পেনে বিগত চার দশকের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম মাদ্রিদ কোনো আঞ্চলিক সরকার হটাতে নির্বাচনের পরিকল্পনা করছে।


বিবার্তা/শাহনেওয়াজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com