শিরোনাম
মিয়ানমারের ইয়াঙ্গুনে অগ্নিকাণ্ডে হতাহত ৩
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ২০:২১
মিয়ানমারের ইয়াঙ্গুনে অগ্নিকাণ্ডে হতাহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহতসহ অন্তত দু’জন আহত হয়েছে।


বুধবার স্থানীয় সময় রাত তিনটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। তারা হোটেল থেকে ১৪০জনেরও বেশি অতিথিকে নিরাপদে সরিয়ে নেন।


হোটেলটির একজন মার্কিন অতিথি এডরিয়েনে ফ্রিলট স্থানীয় গণমাধ্যমকে বলেন, তিনি ফায়ার অ্যালার্ম শুনতে পাননি। যখন হোটেলের লোকজন দরজা ধাক্কাধাক্কি করছিলো তখন তিনি জেগে ওঠেন। তিনি বলেন, "বুঝলাম কিছু একটা সমস্যা হয়েছে। দরজা খুলে ধোঁয়ার গন্ধ পেলাম।’ পরে হোটেল কর্মচারীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন।


হোটেলটি থেকে বের করে আনা অতিথিদের ইয়াঙ্গুনে অন্য একটি হোটেলে রাখা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোন তথ্য এখনো জানা যায়নি।


হোটেলটির মালিক কর্তৃপক্ষ ঠু গ্রুপের মুখপাত্র টে লেইন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। ঠু গ্রুপের প্রতিষ্ঠাতা বিতর্কিত বার্মিজ ধনকুবের টে যা, তিনি বার্মার সামরিক শাসনের সময় জান্তা সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন।


উল্লেখ্য, ঐতিহ্যবাহী বার্মিজ স্টাইলে তৈরি হোটেলটির একটি বড় অংশ কাঠ ব্যবহার করে তৈরি হয়েছিলো, যা পর্যটকদের কাছে ছিলো বেশ আকর্ষণীয়। ১৯৩০ সালে ব্রিটিশ আর্মিদের জন্য এটি নির্মাণ হলেও ১৯৯০ সালে এ হোটেলটির পুনঃনির্মাণ করা হয়।
সূত্র : বিবিসি


বিবার্তা/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com