শিরোনাম
শি'র কণ্ঠে ‘আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের’ প্রত্যয়
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:৩১
শি'র কণ্ঠে ‘আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের’ প্রত্যয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেইজিংয়ে শুরু হওয়া চীনা কমিউনিস্ট পার্টির সম্মেলনে প্রেসিডেন্ট শি এমন এক ‘আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের’ অঙ্গীকার করলেন যা একইসাথে হবে অনুকরণমুক্ত এবং বিশ্বের জন্য উন্মুক্ত।


বুধবার পার্টির ১৯তম এই কংগ্রেসের পরে সে দেশের রাষ্ট্রব্যবস্থা ও সমাজের উপরে তার নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। তার সভাপতিত্বে দাররুদ্ধ আলোচনার পর গঠিত হবে নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি যা আগামী পাঁচ বছরের জন্য ১৪০ কোটি মানুষের দেশটিকে শাসন করবে।


বেইজিংয়ের গ্রেট হলে দুই সহস্রাধিক প্রতিনিধির উদ্দেশ্যে ভাষণ দেন শি। তিনি বলেন, এক দীর্ঘ সংগ্রামের পর চীনা সমাজতন্ত্র এক নতুন যুগে পদার্পণ করেছে।


তিনি দাবি করেন, চাইনিজদের স্বার্থরক্ষায় তাদের ‘তৈরী করা’ পলিটিক্যাল সিস্টেম সর্ববৃহৎ, সবচে খাটি এবং সবচে কার্যকর ভূমিকা রাখছে।


তিনি আরো বলেন, অন্য কোনো রাষ্ট্রের পলিটিক্যাল সিস্টেম কেবল মেকানিক্যালি অনুকরণ করা মোটেও উচিত হবে না আমাদের। সূত্র : রয়টার্স


বিবার্তা/শাহনেওয়াজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com