শিরোনাম
মিসরে সেনাবাহিনীর সাথে আইএসের যুদ্ধ, নিহত ৩০
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১১:২৭
মিসরে সেনাবাহিনীর সাথে আইএসের যুদ্ধ, নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিসরের সিনাই উপত্যকায় আইএসের সিরিজ বোমা হামলায় ৬ সেনাসদস্য ও ২৪ জঙ্গিসহ নিহত হয়েছে ৩০ জন। মিসরের সেনা কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা।


ডজন খানেকেরও বেশি হামলাকারী ভারী অস্ত্র ও মর্টার নিয়ে শেখ জায়েদ শহরের কাছে এসে ধারাবাহিকভাবে হামলা চালায় ।


সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি বলছে, ২৪ জন হামলাকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। এছাড়া ধ্বংস করা হয়েছে তাদের দুইটি এসইউভি।


সেনাবাহীনির ঐ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। যেকোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় তারা প্রস্তুত।’


অন্যদিকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, হামলাকারীদের মোকাবেলা করতে গিয়ে ২০ সেনাসদস্য আহত হয়েছে।


মিসরের সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সেনাবাহিনী অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে তারা।


তবে অন্য আরেক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সেনাবাহিনীর ৬ জন সদস্য নিহত ও জঙ্গি বাহিনীর ৩৭ জন সদস্য নিহত হয়েছে।


এই সিনাই উপত্যকাতে সেনাবাহিনী কয়েক বছর ধরে যুদ্ধ চালিয়ে আসছে। ২০১৩ সালে ইসলামপন্থী দল ক্ষমতায় আসার পর এই অঞ্চলে কিছুটা স্থিতিশীলতা থাকলেও এখন আবার পরিস্থিতি মিসর সেনাবাহিনীর প্রতিকূলে। আল জাজিরা, নিউজ২৪, রয়টার্স।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com