শিরোনাম
কেনিয়ায় স্কুলে সহপাঠীর গুলিতে নিহত ৭
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ১০:৩৬
কেনিয়ায় স্কুলে সহপাঠীর গুলিতে নিহত ৭
প্রিন্ট অ-অ+

কেনিয়ার একটি আবাসিক স্কুলে বহিস্কৃত সহপাঠীর গুলিতে ছয় স্কুল ছাত্র ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন। খবর বিবিসি অনলাইনের।


কেনিয়ার উত্তরাঞ্চলে টুরকানার দুর্গম লোকিচোগিও নামক শহরে এই ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, হামলাকারী ১৭ বছরের একজন কিশোর। সে দক্ষিণ সুদান থেকে আসা একজন শরণার্থী।


স্কুলটির প্রধান শিক্ষক জানান, বহিস্কারের পর হামলাকারী ছাত্রটি দু’জন লোককে সঙ্গে নিয়ে আসে। নিরাপত্তা রক্ষী তাদের বাধা দিলে প্রথমে তাকে গুলি করা হয়। এরপর স্কুলটিতে প্রবেশ করে হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।


তিনি আরও বলেন, হামলাকারী দক্ষিণ সুদানের নিকটবর্তী অঞ্চল থেকে এসেছিল। স্কুলে মারামারি করার অভিযোগে তাকে বহিস্কার করে কর্তৃপক্ষ। স্কুলে ফিরে আসার পর বহিস্কৃত ছাত্রটি সেই ছেলেটিকে খোঁজে, যার সঙ্গে সে বিবাদে জড়িয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত ছেলেটি স্কুলে ছিল না।


কেনিয়ার ডেইলি ন্যাশনাল পত্রিকাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহিষ্কৃত ছাত্র স্কুলে এসে চিৎকার করে বলছিল, সে স্কুল জ্বালিয়ে দেবে এবং বহিষ্কারের শোধ নিতে সে আবার ফিরে আসবে। বিবিসি।



বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com