শিরোনাম
হ্যান্ডশেকে এইডস ছড়ায়: পাঞ্জাবের সরকারি বিজ্ঞাপন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৪
হ্যান্ডশেকে এইডস ছড়ায়: পাঞ্জাবের সরকারি বিজ্ঞাপন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এইডস আক্রান্তদের সঙ্গে হাত মেলালে কিংবা তাদের ব্যবহার করা মোবাইল ব্যবহার করলে এইডস ছড়াতে পারে! ভারতের পাঞ্জাব রাজ্যের একটি সরকারি বিজ্ঞাপনে এমনটিই উল্লেখ করা হয়েছে।

 

এইডস নিয়ে ভ্রান্ত ধারণা, কুসংস্কারের কমতি নেই। এসব ভ্রান্ত ধারণা দূর করে জনগণকে সতর্ক করতে প্রায়ই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে বিভিন্ন দেশের সরকার। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রচারপত্র ছাপে পাঞ্জাব স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি (পিএসএসিএস)।

 

ওই প্রচারপত্রেই বলা হয়, এইডসে আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে হাত মেলালেও সংক্রমণ ছড়াতে পারে। শুধু তাই নয়, গোটা প্রচারপত্র জুড়ে এমনই একাধিক ভ্রান্ত ধারণা প্রচার করা হয়েছে।

 

সরকারি বিজ্ঞাপনে এমন ভুল বার্তা দেয়ায় তুঙ্গে উঠেছে বিতর্ক। তবে এ ধরনের ভুল বিজ্ঞাপন ছাপানোর জন্য এখন পর্যন্ত এইডস কন্ট্রোল সোসাইটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

 

 

বিজ্ঞাপনটিতে যা বলা আছে

১. এইডস আক্রান্ত কোনো ব্যাক্তির সঙ্গে হাত মেলালে সংক্রমণ ছড়াতে পারে।

 

২. আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা থালাবাসন ব্যবহারেও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

৩. এমনকি এইডসে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা মোবাইল ফোন, কম্পিউটার থেকেও জীবাণু ছড়ায়।

 

৪. আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা শৌচাগার বা টয়লেট ব্যবহার করলে বেড়ে যায় এইডস হওয়ার সম্ভাবনা।

 

চিকিৎসকরা জানান, এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এইডস আক্রান্তের সাথে হাত মেলালে কিংবা একই প্লেটে খেলে এইডস ছড়ায় না। মূলত আক্রান্ত ব্যক্তির রক্ত ও বীর্যের সংস্পর্শে এলেই সংক্রমণের সম্ভাবনা থাকে বলে জানান চিকিৎসকরা। সূত্র: ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com