শিরোনাম
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ: রাশিয়া
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৬
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

 

তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞারোপের মধ্য দিয়ে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চুক্তির লঙ্ঘিত হয়েছে। এক তরফা নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ। এতে আন্তর্জাতিক সামগ্রিক প্রচেষ্টাকে গুরুত্বহীন করে তোলা হয়।

 

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বর্তমানে যুক্তরাষ্ট্র নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সবাই তা আতঙ্কের সঙ্গে প্রত্যক্ষ করছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে বলেও জানান তিনি।

 

স্যাটেলাইট বহনে সক্ষম ইরানি রকেট ‘সিমোরগ’ পরীক্ষার প্রতিক্রিয়ায় গত জুলাইয়ে তেহরানের বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। ইরানের ‘শহীদ হেম্মাত’ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি কোম্পানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: রয়টার্স

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com