শিরোনাম
মোদির ছবি জমিয়ে গিনেস বুকে মনমোহন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৩
মোদির ছবি জমিয়ে গিনেস বুকে মনমোহন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতজুড়ে বেশ জনপ্রিয়। রয়েছে অগণিত ফ্যান ফলোয়ার। তাদেরই একজন মনমোহন আগরওয়াল। এক দিনে মোদির দুই লাখ ছবি সংগ্রহ করে এবার লাইমলাইটে তিনি। এ সংগ্রহের কারণেই গিনেস বুকে জায়গা করে নিয়েছেন মনমোহন।

 

যত্ন করে মোদির বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি জমাচ্ছিলেন রাজস্থানের জয়পুরের বাসিন্দা মনমোহন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার সংগ্রহের বহর। তবে একদিনেই দুই লাখ ছবি সংগ্রহ করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।  

 

 

বিশ্বে একদিনের মধ্যে মোদির ছবির সর্বাধিক সংগ্রহের মালিক এখন মনমোহন। মোদির ৬৮তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দুই লাখের বেশি ছবি সংগ্রহ করে তিনি গড়েন এ রেকর্ড। মোদির জন্মদিনেই এমন নজির গড়ে উচ্ছ্বসিত মনমোহন আগরওয়াল। সংগৃহিত ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করেছেন তিনি।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com