শিরোনাম
হ্যারিকেন ‘মারিয়া’র আঘাতে ধ্বংসস্তূপ ডোমিনিকা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৮
হ্যারিকেন ‘মারিয়া’র আঘাতে ধ্বংসস্তূপ ডোমিনিকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক ফেঞ্চ ও ব্রিটিশ উপনিবেশ ডোমিনিকাকে প্রায় অচল করে দিয়েছে হ্যারিকেন মারিয়া। দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনসহ প্রায় ৭৩ হাজার লোকের বাড়ি ঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে এই প্রাকৃতিক দুর্যোগ। ক্ষতির পরিমাণ এত বেশি যে তার সঠিক আর্থিক হিসেব নির্ধারণ করা সম্ভব হয়নি।


প্রাথমিকভাবে বড় ধরণের ক্ষতির কথা নিজের ফেসবুকে উল্লেখ করেছেন ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কিরিট। তিনি জানান, “আমরা সব হারিয়েছি যা অর্থ দিয়ে কেনা বা প্রতিস্থাপন করা যাবে না। আমার বড় ভয় আগামীকাল সকালটার জন্য যখন হাজার হাজার আহত ও মৃত্যূর খবর কানে আসবে।”


কয়েক ঘণ্টা আগে রুজভেল্ট জানান, “আমার ঘরের ছাদ ধ্বংস। কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছি। বাড়ি ঘর ডুবে যাচ্ছে।”


ডোমিনিকায় হ্যারিকেনে ভূমি ধ্বসের মাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। সাবেক ফ্রেঞ্চ ও ব্রিটিশ এই উপনিবেশটির অর্থনীতি মূলত ট্যুরিজম ও কৃষি নির্ভর। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে দেশটির অর্থনীতি এখন পঙ্গু।


উল্লেখ্য, সকাল ৮টার দিকে গুয়াদেলোপের প্রায় ৮৫ মাইল পশ্চিমে কেন্দ্রীভূত হচ্ছিল। সেখান থেকে শুরু হয়ে ডোমিনিকা ছাড়াও সেন্ট কিটস এন্ড নেভিস, পুয়ের্তো রিকো, কুলেবরা, ব্রিটিশ ও অ্যামেরিকান শাসিত দ্বীপগুলোর উপর দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ন্যাশনাল হ্যাকিকেন সেন্টার জানিয়েছে, নিকট অতীতে ঘটে যাওয়া ৪ থেকে ৫টা হ্যারিকেনের চেয়ে মারিয়া ছিল আরো শক্তিশালী। ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক এই ঝড় উপকূলে পানির উচ্চতা বাড়িয়ে দিয়েছে ৭ থেকে ১১ মিটার। এতে ডুবে গেছে অনেক বাসভবন।


সূত্র : সিএনএন


বিবার্তা/জামান/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com