শিরোনাম
''চাকমা-হাজং-বৌদ্ধ-হিন্দুদের নাগরিকত্ব নয়''
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০
''চাকমা-হাজং-বৌদ্ধ-হিন্দুদের নাগরিকত্ব নয়''
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

একদিন আগেই তিনি বলেছিলেন যে অবিভক্ত পাকিস্তান (অর্থাৎ ১৯৭১-এর আগে) থেকে আসা চাকমা, হাজং, বৌদ্ধ ও হিন্দুদের ভারতের নাগরিকত্ব দিতে সুপ্রিম কোর্ট ২০১৫ সালে যে আদেশ দিয়েছেন, কেন্দ্রীয় সরকার তার প্রতি সম্মান দেখাবে। আর ঠিক তার পর দিনই, ১৯ সেপ্টেম্বর, বললেন সুপ্রিম কোর্টের আদেশটি বাস্তবায়নযোগ্য নয়।


তিনি হলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজুজু। তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা দু'টি নির্যাতিত সম্প্রদায়ের মানুষকে ১৯৬৪-৬৯ সালে তৎকালীন কংগ্রেস সরকার অরুণাচল প্রদেশে থাকতে দিয়েছিল। এখন যদি তাদের নাগরিকত্ব দেয়া হয়, তাহলে তা উপজাতীয় রাজ্যটির ''জনমিতি''কে বিপন্ন করবে।


রিজুজু বলেন, আসলে চাকমা-হাজংদের নিয়ে আমার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে মিডিয়া। ২০১৫ সালের রায়টির বিরুদ্ধে সরকার আপিল করবে।


তিনি বলেন, সংবিধান অনুসারে অরুণাচল প্রদেশ বিশেষ মর্যাদা ভোগ করে থাকে। অরুণাচল পার্লামেন্টের একজন সদস্য হিসেবে আমাকে আমার লোকজনের পাশে দাঁড়াতে হবে। সূত্র : দ্য হিন্দু


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com