শিরোনাম
প্যালেস্টাইনে হজরত ইব্রাহিম (আঃ) মসজিদ তছনছ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৩
প্যালেস্টাইনে হজরত ইব্রাহিম (আঃ) মসজিদ তছনছ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন হাজারেরও বেশি ইহুদি বসতিস্থাপনকারী সোমবার রাতে প্যালেস্টাইনের হেব্রন শহরে অবস্থিত হজরত ইব্রাহিম (আঃ) মসজিদ তছনছ করেছে। নিজ ধর্মের একটি ছুটির দিন ''উদযাপন'' করতেই তারা এ কাণ্ড ঘটায়।


তবে হিব্রু ভাসার নিউজসাইট ০৪০৪ বয়ান করেছে, ইহুদি বসতিস্থাপনকারীরা যাতে মুসলমানদের ওই মসজিদে প্রার্থনা করতে পারে সেজন্য সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করা হয়। ফলে সেখানে কোনো অঘটন ঘটেনি এবং ইহুদি বসতিস্থাপনকারীরা ''শান্তিপূর্ণভাবে তাদের প্রার্থনা সম্পন্ন করেছে''।


উল্লেখ্য, এই মসজিদে হজরত ইব্রাহিম (আঃ)-এর মাজার রয়েছে বলে মনে করা হয়। একারণে মুসলিম ও ইহুদি - উভয় সম্প্রদায়ের কাছেই এটি পবিত্র স্থান হিসেবে গণ্য। গত কয়েক দশক ধরে এখানে কোনো রকম সহিংসতা ঘটেনি।


১৯৯৪ সালে মার্কিন বংশোদ্ভুত ইহুদি বসতিস্থাপনকারী বারুচ গোল্ডস্টেইন এখানে নির্বিচার গুলি চালিয়ে ২৯ জন প্যালেস্টাইনীকে হত্যার পর পবিত্র স্থানটিকে মসজিদ ও সিনাগগ (ইহুদি প্রার্থনাগার) - এ দু'ভাগে ভাগ করে দেয়া হয়। সূত্র : প্যালেস্টাইন ক্রনিকল


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com