শিরোনাম
সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায় উ. কোরিয়া
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৩
সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায় উ. কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায় উত্তর কোরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দাজ্ঞাপন ও দেশটির ওপর নতুন অবরোধ আরোপের পরপরই এ অঙ্গীকার ঘোষণা করেছে দেশটির নেতা কিম জং উন।

 

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম জং উন বলেছেন- সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমাবস্থানে পৌঁছানোই হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য। যাতে মার্কিন শাসকরা আর কখনো উত্তর কোরিয়ায় সামরিক হামলার হুমকি দেয়ার ধৃষ্টতা না দেখায়।

 

কিম আরো বলেন, দেশটি তাদের পারমাণবিক শক্তি অর্জনের লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়ায় প্রয়োজনে রাষ্ট্রের সর্বশক্তি ব্যবহার করবে।

 

এদিকে, দেশটির ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠার এক মাসেরও কম সময়ের মধ্যে শুক্রবার জাপানের ওপর দিয়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

 

উত্তর কোরিয়ার নেতা বলেন, শুক্রবার তার দেশের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও দেশের পরমাণু অস্ত্র কর্মসূচিকে পরিপূর্ণতা দেয়ারও ঘোষণা দেন কিম।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com