শিরোনাম
জাপানের ওপর দিয়ে আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩১
জাপানের ওপর দিয়ে আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানের ওপর দিয়ে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার সকালে পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়।

 

পরমাণু অস্ত্র ব্যবহারের মাধ্যমে জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকি প্রদানের মাত্র একদিনের মাথায় এ পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৬টা ৫৭ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। প্রায় ২০ মিনিট আকাশে থাকার পর এটি স্থানীয় সময় ৭টা ১৬ মিনিটে জাপানের হোক্কাইদো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। ক্ষেপণাস্ত্রটি ৭৭০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠেছিল। এছাড়া, সাগরে পড়ার আগে এটি ৩৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। 

 

এদিকে, জাপানে এ ক্ষেপণাস্ত্র বেশ আতংক সৃষ্টি করেছে। জাপানের আকাশসীমা দিয়ে যাওয়ার সময় দেশটির এনএইচকে টেলিভিশন হোক্কাইদো দ্বীপবাসীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়। 

 

কঠোর ভাষায় পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিন্দা জানিয়েছে জাপান। দেশটির প্রেসিডেন্ট শিনজো অ্যাবে জানান, উত্তর কোরিয়ার এ ধরনের বিপজ্জনক পদক্ষেপ তার দেশ কখনো সহ্য করবে না। তারা যদি এ ধরনের কার্যক্রম চালিয়ে যায়, তার ফল খুব ভালো হবে না।

 

পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে জরুরি জাতীয় নিরাপত্তা বৈঠকে বসবে জাপান সরকার। দক্ষিণ কোরিয়াও জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করেছে।

 

এদিকে, পিয়ংইয়ংয়ের পরীক্ষার জবাবে জাপান সাগরে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আরো তথ্য বিশ্লেষণ করে দেখছে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক বাহিনী।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com