শিরোনাম
২৪ বছরে ৪৩০ মানবিক মিশন চালিয়েছে রাশিয়া
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ১৬:৫৩
২৪ বছরে ৪৩০ মানবিক মিশন চালিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত, গত ২৪ বছরে বিশ্বের বিভিন্ন দেশে ৪৩০টিরও বেশি মানবিক মিশন পরিচালনা করেছে রাশিয়া। শনিবার বিশ্ব মানবিক দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে দেশটির জরুরি মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস একথা জানায়।

 

বিবৃতিতে বলা হয়, ‘১৯৯৩ সালে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় ও জাতিসংঘের মধ্যে মানবিক সহযোগিতার কাজ শুরু হয়। তখন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪৩০টিরও বেশি মানবিক মিশন পরিচালনা করে রাশিয়ার উদ্ধারকর্মীরা।’  

 

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, তাদের পরিচালনা করা এসব মিশনের মধ্যে রয়েছে মানবিক ত্রাণ সরবরাহ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মাইন নিস্ক্রিয়, চরম সংকটপূর্ণ পরিস্থিতিতে রাশিয়ার নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া বা গুরুতর অসুস্থ হয়ে পড়া লোকজনকে হাসপাতালে নেয়া এবং দাবানল নিয়ন্ত্রণ।

 

বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রাকৃতিক দুর্যোগ ও সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত বিশ্বের ১৪০টিরও বেশি দেশ রাশিয়ার মানবিক সহযোগিতা নিয়েছে। মানবিক সাহায্য ও সহযোগিতা দেয়ার ক্ষেত্রে আজ রাশিয়াকে বিশ্বের অন্যতম দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

 

উল্লেখ্য, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ১৯ আগস্ট বিশ্ব মানবিক দিবস পালন করা হয়ে থাকে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com