শিরোনাম
সিরীয় সীমান্তে লেবাননের অভিযান শুরুর ঘোষণা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ১৪:০৭
সিরীয় সীমান্তে লেবাননের অভিযান শুরুর ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের সেনাবাহিনী শনিবার তার দেশের পূর্বাঞ্চলে সিরীয় সীমান্তের কাছে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। বিগত কয়েক বছর ধরেই এ অঞ্চলে জিহাদিরা তাদের কার্যক্রম চালিয়ে আসছে। খবর এএফপির।


পার্বত্য জুরুদ আর্সাল সীমান্ত অঞ্চলের কথা উল্লেখ করে সেনা প্রধান জেনারেল জোসেফ আউন বলেন, ‘লেবাননের নামে, লেবাননের অপহৃত সৈন্যদের নামে এবং লেবাননের শহিদ সৈন্যদের নামে আমি ‘ডন অব জুরুদ’ অভিযানের ঘোষণা দিচ্ছি।’


এ অঞ্চল থেকে আল-কায়েদার সাথে সম্পর্কযুক্ত সাবেক সকল জঙ্গির পাশাপাশি সিরীয় বিদ্রোহীদের উৎখাতে হিজবুল্লাহ গত মাসে অভিযান চালায়।


ছয়দিনের যুদ্ধের পর হিজবুল্লাহ ও আল-কায়েদার সাথে সম্পর্কিত সিরিয়ার সাবেক যোদ্ধা যারা আল নুসরা ফ্রান্টের সাথে জড়িত তাদের মধ্যে অস্ত্র বিরতি ঘোষণা করা হয়।


সিরিয়ার সরকার বিরোধী জঙ্গিরা বছরের পর বছর ধরে জুরুদ অর্সালকে আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে। এছাড়া দেশটির ছয় বছরের যুদ্ধে অনেক অজ্ঞাত শরর্ণার্থীও এ অঞ্চলকে আশ্রয় হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com