শিরোনাম
চীনে পানামার দূতাবাস চালু
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১৫:০৫
চীনে পানামার দূতাবাস চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর চীনে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে পানামা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটি এ ঘোষণা দেয়।


ঘোষণাটি এমন এক সময় দেয়া হলো যখন চীনের ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল বিনিয়োগ সুবিধা বাড়াতে পানামা সফর করছেন।


বিবৃতিতে বলা হয়, উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের কাঠামোর নীতিমালা অনুযায়ী চীনে পানামার দূতাবাস খোলা হয়েছে।


গত ১২ জুন পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা চীনের সাথে তার দেশের কূটনৈতিক সম্পর্ক চালুর ঘোষণা দেন। এতে স্বয়ংক্রিয়ভাবে তাইওয়ানের সাথে পানামার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়।


১৯৪৯ সালে এক গৃহযুদ্ধের জের ধরে চীন থেকে স্বাধীনতা ঘোষণা করে তাইওয়ান। তবে চীন এখনো তাইওয়ান দ্বীপকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। বর্তমানে মাত্র ২০টি দেশের সাথে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সূত্র: রয়টার্স


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com