শিরোনাম
কলকাতায় আবাসিক ভবন ধসে নিহত ২
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ২১:০৬
কলকাতায় আবাসিক ভবন ধসে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুম্বাইয়ের পর এবার কলকাতার বউবাজারের ১০বি ইন্ডিয়ান মিরর স্ট্রিটে অবস্থিত পুরনো একটি আবাসিক ভবন ধসে দু’জন নিহত হয়েছেন।


মঙ্গলবার দুপুরে তালতলার ওই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় আরো কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


নিহতরা হলেন হান্স সাউ(২০) ও হিমাদ্রি পাহাড়ি(৩৮)। দীর্ঘসময় ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।


এ ঘটনায় বাড়ির বাসিন্দাসহ ভবনে অবস্থিত দোকানের কর্মীরা আটকা পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে অন্যান্য বাহিনীর সদস্যরা মিলে এ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।


আবাসিক বাড়িটিতে একটি অফিস ও কয়েকটি দোকান ছিল। আগে থেকেই ফাটল ধরলেও দিন দুয়েকের প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে। একটি অংশ ভেঙে পড়লেও অপর অংশ বিপজ্জনকভাবেই রয়েছে। সেটিও যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বাড়িটি ভেঙে পড়ায় পার্শ্ববর্তী বহুতল ভবনেও ফাটল ধরেছে। এছাড়া একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি অতিদ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই বাড়িটি আগে থেকেই বিপদজনক ঘোষণা করে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য হুঁশিয়ার করা হয়েছিল।


এর আগে এদিন সকালে মুম্বাইয়ের একটি বহুতল ভবন ধসের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com