শিরোনাম
ইরাক ও ইরানের মধ্যে সামরিক সমঝোতা স্বাক্ষরিত
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৬:৫৬
ইরাক ও ইরানের মধ্যে সামরিক সমঝোতা স্বাক্ষরিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা করেছে ইরাক ও ইরান।


সোমবার তেহরানে সফররত ইরাকি প্রতিরক্ষামন্ত্রী এরফান আল-হিয়ালি ও ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান নিজেদের মধ্যে সমঝোতা সংক্রান্ত একটি স্মারকে সই করেন।


উক্ত সমঝোতায় বলা হয়েছে, তেহরান ও বাগদাদ সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করবে। এছাড়া সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করবে এবং পরস্পরের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেবে।


সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দু’দেশের যৌথ স্বার্থের কথা বিবেচনা করেই এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


এ সময় জেনারেল দেহকান বলেন, ইরাকসহ মধপ্রাচ্যের অন্যান্য দেশে আইএস’র মতো উগ্র জঙ্গিগোষ্ঠীর উত্থান ঠেকাতে দু’দেশের মধ্যে আরো বেশি সহযোগিতা দরকার এবং সেই প্রয়োজনের তাগিদে এই সমঝোতা স্মারক সই করা হলো। সূত্র : আরব টাইমস


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com