শিরোনাম
ভারতে টমেটো পাহারায় সশস্ত্র নিরাপত্তারক্ষী
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১০:২৬
ভারতে টমেটো পাহারায় সশস্ত্র নিরাপত্তারক্ষী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মধ্যপ্রদেশে টমেটো পাহারা দিতে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়া হয়েছে। কাঁধে বন্দুক নিয়ে টমেটো পাহারা দিচ্ছেন তারা। টমেটো যাতে চুরি না হয়, সেজন্যই অদ্ভুত এই ব্যবস্থাটি নিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ।

 

মধ্যপ্রদেশের দেবি আহিল্য বাই হোলকার মার্কেটের কর্তৃপক্ষ টমেটো পাহারার জন্য ছয়-সাতজন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে। বিশেষ করে ট্রাক থেকে নামানোর সময় সেগুলো যাতে কেউ চুরি করতে না পারে সেদিকেই দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ।

 

হিন্দুস্তান টাইমস জানায়, চলতি বছর মধ্যপ্রদেশে টমেটোর বাম্পার ফলন হলেও এখন টমেটোর মৌসুম নয়। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে কয়েকটি এলাকায় ফসলের উৎপাদন কম হওয়ায় শাক-সবজি ও ফলমূলের পাশাপাশি টমেটোর দামও অনেক বেড়েছে।

 

অথচ কয়েক মাস আগেও টমেটোর দাম অনেক কম ছিল। কিন্তু এখন টমেটো চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় ভারতের অনেক জায়গায়ই এর দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।  

 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আগে যেখানে প্রতি কেজি টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ রুপি, এখন সেখানে দাম ধরা হচ্ছে প্রায় ১০০ রুপি। এই দামে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

 

দাম বাড়ার পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় টমেটো চুরির খবর পাওয়া গেছে। চলতি মাসেই হাজার হাজার মূল্যের কয়েক টন টমেটো চুরি হয়েছে বলে জানান কর্মকর্তারা। আর তাই টমেটো পাহারা দিতে নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস 

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com