শিরোনাম
কাশ্মীরের ৭ কট্টরপন্থী নেতা আটক
প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৬:৪২
কাশ্মীরের ৭ কট্টরপন্থী নেতা আটক
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের অর্থায়নে ভারতের জম্মু কাশ্মীরে অশান্তি জিইয়ে রাখার অভিযোগে সেখানকার সাত কট্টরপন্থী নেতাকে আটক করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

 

আটকরা হলেন- হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শাহ গিলানির জামাতা আলতাফ শাহ, তেহরিক-ই-হুরিয়তের নেতা এয়াজ ও মেহরাজুদ্দিন কালওয়াল, হুরিয়ত নেতা সহিদুল ইসলাম, জম্মু-কাশ্মীর ন্যাশনাল ফ্রন্টের নেতা নইম খান এবং কট্টরপন্থী নেতা পীর সইফুল্লাহ ও বিট্টা কারাতে।

 

সোমবারই তাদের আটক করে এনআইএ। কারাতেকে দিল্লি থেকে আটক করা হলেও বাকিদের শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সকলকেই দিল্লিতে নেয়া হচ্ছে বলে জানা যায়।

 

গত বছরের ৮ জুলাই নিরপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পরই সহিংসতা ছড়িয়ে পড়ে জম্মু কাশ্মীরে, তা দীর্ঘস্থায়ী হয় প্রায় দেড় মাসের মতো। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তেও দেখা যায় বিক্ষোভকারীদের। ওই সহিংসতায় উপত্যকায় মৃত্যু হয় শতাধিক মানুষের, আহত হয় প্রায় কয়েক হাজার।

 

ওই বিক্ষোভে পাকিস্তান থেকে অর্থ সাহায্য করা হয়েছিল বলে অভিযোগ ভারতের। এই অভিযোগ ওঠার পরই গত কয়েক সপ্তাহে কাশ্মীর, দিল্লিসহ একাধিক জায়গায় অভিযান চালায় এনআইএ। জানা যায়, কাশ্মীরে অশান্তির পরিবেশ জিইয়ে রাখতে এসব কট্টরপন্থী নেতাদের কাছে পাকিস্তান থেকে অর্থের যোগান দেয়া হয়। 

 

সম্প্রতি একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের স্টিং অপারেশনেও নইম খান স্বীকার করেন যে কাশ্মীরে অশান্তি জিইয়ে রাখতে লস্কর-ই-তৈয়বার কাছ থেকে হুরিয়ত নেতাদের কাছে প্রচুর অর্থ আসে।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com