শিরোনাম
যে কাউকে ক্ষমা করতে পারি আমি: ট্রাম্প
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৩:৩১
যে কাউকে ক্ষমা করতে পারি আমি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যে কাউকে ক্ষমা করার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের রয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটার বার্তা তিনি একথা বলেন। 

 

ট্রাম্প লেখেন, ‘যখন সবাই জানে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমা করার পূর্ণ ক্ষমতা আছে, তখন সেগুলো নিয়ে চিন্তা কেন, যখন আমাদের বিরুদ্ধে ফাঁস করা তথ্যই এ পর্যন্ত একমাত্র অপরাধ। ভুয়া খবর।’

 

অবশ্য, কাকে ক্ষমা করবেন টুইটার বার্তায় তা উল্লেখ করেননি। তবে ক্ষমা নিয়ে ট্রাম্পের মন্তব্য ওয়াশিংটন পোস্টের চলতি সপ্তাহের এই সংক্রান্ত এক প্রতিবেদনের প্রতিক্রিয়া বলে ধারণা বিশ্লেষকদের। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল- মার্কিন প্রেসিডেন্ট নিজেকে, পরিবারের সদস্যদের কিংবা তার ঘনিষ্ঠদের ক্ষমা করার কি ধরনের এখতিয়ার রাখেন সেসব খতিয়ে দেখছেন ট্রাম্প এবং তার আইনজীবী দল।

 

উল্লেখ্য, গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ কর্মকর্তাদের সাথে যোগাযোগের বিষয়ে ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র সিনেট কমিটির শুনানির মুখোমুখি হচ্ছেন। তার সঙ্গে প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনার এবং সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

 

এরপরই এ ধরনের মন্তব্য করলেন ট্রাম্প। রাশিয়া বিষয়ক তদন্তের ফল অনুকূল না হলে ট্রাম্প যে বিকল্প পথগুলোর সম্ভাবনাও যাচাই করে রাখছেন, মন্তব্যে তার ইঙ্গিত আছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com