শিরোনাম
মিসরে মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক ঘাঁটি উদ্বোধন
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১১:৪৭
মিসরে মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক ঘাঁটি উদ্বোধন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করেছে মিসর। শনিবার দেশটির আলেকজান্দ্রিয়া প্রদেশের আল-হাম্মাম শহরে এ সামরিক ঘাঁটিটি উদ্বোধন করেন মিসরীয় প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি। সামরিক ঘাঁটি উদ্বোধনের অনুষ্ঠানে সিসির সঙ্গে আরবের কয়েকটি দেশের নেতারাও হাজির ছিলেন।

 

৬৫ বছর আগে মিসরে রাজতন্ত্রের পতন হলে মোহাম্মাদ নাগিব দেশটির প্রথম প্রেসিডেন্ট হন। তার নামেই নতুন এ সামরিক ঘাঁটিটির নমাকরণ করা হয়েছে।  

 

নতুন এ সামরিক ঘাঁটিটি ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহরগুলোর নিরাপত্তা এবং এসব এলাকার নানা প্রকল্প রক্ষার দায়িত্ব পালন করবে। এ এলাকাগুলো মিসরের পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসীরা এসব এলাকায় তৎপরতা চালিয়ে মিসরের পর্যটন খাতে বিরাট ক্ষতি ডেকে এনেছে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com