শিরোনাম
ভারতের অস্ত্রভান্ডারে পর্যাপ্ত গোলাবারুদ নেই
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১৯:১৪
ভারতের অস্ত্রভান্ডারে পর্যাপ্ত গোলাবারুদ নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে মাত্র ১০ দিন যুদ্ধ চালানোর মতো গোলাবারুদ মজুদ আছে। শুক্রবার দেশটির সংসদে পেশকৃত এক প্রতিবেদনে একথা জানায় কম্পট্রোলার এবং অডিটর জেনারেল (সিএসি)।


প্রতিবেদনে ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড বা ওএফবি’র কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৩ সালের পর এ সংস্থার আওতাধীন কারখানাগুলোর তৎপরতায় কোনো উন্নয়ন ঘটেনি।


প্রতিবেদনটি ২০১৬ সালে সেপ্টেম্বরে তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, সর্বনিম্ন মাত্রায় মজুদ রাখার মাপকাঠি ৫৫ শতাংশ গোলাবারুদের ক্ষেত্রে মানা হয়নি। এ ছাড়া, আর ৪০ শতাংশ ক্ষেত্রে ১০ দিনের কম যুদ্ধ চালানোর উপযোগী গোলাবারুদ মজুদ রাখা হয়েছে।


এতে কামান এবং ট্যাংকের দুই ধরণের গোলা মজুদ ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে এ জাতীয় গোলা সরবরাহের যে পরিকল্পনা করা হয়েছিল তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ওএফবি।


গোলাবারুদের এ ঘাটতিকে বিপদজনক হিসেবে তুলে ধরেছেন ভারতীয় বিশ্লেষকরা। তারা আশঙ্কা ব্যক্ত করে বলছেন, এতে দেশটির সেনা সদস্যদের প্রশিক্ষণ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com