শিরোনাম
পশ্চিম তীরে আরো সেনা পাঠাচ্ছে ইসরাইল
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১৮:০৭
পশ্চিম তীরে আরো সেনা পাঠাচ্ছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো সেনা পাঠাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। শনিবার ইসরাইলের সামরিক বাহিনী বাড়তি সেনা পাঠানোর এ ঘোষণা দিয়েছে।


ঘোষণায় বলা হয়েছে, একদিন আগে ছুরি মেরে হত্যাকাণ্ড ঘটানোর পর পশ্চিম তীরে সেনা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।


শুক্রবার রাতে পশ্চিম তীরের নেভে টিজুফ ইহুদি বসতিতে ছুরি মারার ঘটনায় তিন ইহুদিবাদী নিহত হয়েছে বলে জানা গেছে। এর আগে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদীদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।


এদিকে, শুক্রবার চার ফিলিস্তিনি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি চলমান উত্তেজনা নিরসনের জন্য সব রাজনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।


প্রসঙ্গত, পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ এবং ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানো নিয়ে যখন দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে তখন ইসরাইল এ পদক্ষেপ নিল। সূত্র : ইনডিপেনডেন্ট


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com