শিরোনাম
ইরানকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১৬:১৯
ইরানকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের কারাগারে আটক সব মার্কিন নাগরিককে মুক্তি না দিলে তেহরানকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আমেরিকা। শুক্রবার হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হুমকি দেয়া হয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, ১০ বছর ধরে ইরানের কারাগারে আটক রবার্ট লেভিনসনকে আমেরিকায় ফেরত পাঠানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, ওবামা প্রশাসনের সময় আটক সিয়ামাক ও বাকের নামাযিসহ ইরানে আটক সমস্ত মার্কিন নাগরিকের মুক্তি দাবি করা হয়েছে এ বিববৃতিতে।


মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই’র সাবেক এজেন্ট লেভিনসন ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপ থেকে ২০০৭ সালে নিখোঁজ হয়েছিলেন বলে আমেরিকা দাবি করে আসছে। কিন্তু ইরান বলছে, এ ধরনের কোনো ব্যক্তিকে তেহরান আটক তো করেইনি বরং তার ভাগ্যে কী হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে রাজি আছে ইরান। সূত্র : রয়টার্স


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com