শিরোনাম
চাঁদের মাটি বহনকারী ব্যাগ ১৮ লাখ ডলারে বিক্রি
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১৫:৫৯
চাঁদের মাটি বহনকারী ব্যাগ ১৮ লাখ ডলারে বিক্রি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণের পর যে ব্যাগে করে প্রথম সেখানকার পাথর এবং ধূলাবালি সংগ্রহ করে পৃথিবীতে এনেছিলেন, সেটি নিউইয়র্কে এক নিলামে ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ কোটি ৪০ লাখ টাকা। অজ্ঞাত এক ব্যক্তি নিলামে এটি কেনেন।  

 

১৯৬৯ সালে অ্যাপোলো-১১ মিশনে অংশ নেয়ার সময় নীল আর্মস্ট্রং এই ব্যাগটি ব্যবহার করেন। এটিতে এখনো চাঁদের ধূলা এবং কিছু ছোট পাথর আছে।

 

ব্যাগটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আইন লড়াই চলেছে। অ্যাপোলো ইলেভেনের স্মারক এই ব্যাগটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

 

অ্যাপোলে ইলেভেন যখন পৃথিবীতে ফিরে আসে তখন এটির সবকিছু সংরক্ষণের জন্য স্মিথসোনিয়ান মিউজিয়ামে পাঠানো হয়। কিন্তু ভুলক্রমে এই ব্যাগটি থেকে যায় জনসন স্পেস সেন্টারের একটি বক্সে। এরপর ২০১৫ সালে একটি সরকারি নিলামের সময় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে এটি ৯৯৫ ডলারে কিনে নেন এক আইনজীবী।

 

নাসা অবশ্য পরে এই ব্যাগটি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু চলতি বছরের শুরুতে ফেডারেল বিচারক রায় দেন যে ব্যাগটি যার কাছে রয়েছে, তিনিই এটির আইনি মালিক। এরপর ওই ব্যক্তি এটি বিক্রির জন্য নিলামে তোলেন। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com