শিরোনাম
মার্কিন হুমকি মোকাবেলায় পুতিনের নয়া নীতি
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ২২:০১
মার্কিন হুমকি মোকাবেলায় পুতিনের নয়া নীতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন নৌবাহিনীর হুমকি মোকাবেলায় নতুন রাষ্ট্রীয় কৌশল ও নীতিমালার অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


বৃহস্পতিবার ওই নীতিতে সই করেছেন প্রেসিডেন্ট পুতিন এবং শিগগিরই তা কার্যকর হবে। বিশ্বের বিভিন্ন সাগর ও মহাসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে নিজের জন্য হুমকি বলে মনে করে রাশিয়া।


২২ পৃষ্ঠার ওই দলিলে বলা হয়েছে, রুশ ফেডারেশন তার নৌবাহিনীর বিশাল অবস্থান ধরে রাখবে; দেশের নৌবাহিনী সারা বিশ্বের মহাসাগরগুলোতে রাশিয়ার সম্ভাব্য জাতীয় স্বার্থ রক্ষা করবে। আন্তর্জাতিক সংঘাত ও সহিংসতায় রুশ বাহিনীর ভূমিকা কী হবে তা নতুন নীতিতে বিস্তারিত বলা হয়েছে।


নতুন এই কৌশলের মধ্যে আমেরিকাকে সরাসরি হুমকি ও তার মিত্রদেরকে শত্রু বলে চিহ্নিত করা হয়েছে এবং আমেরিকা সারা বিশ্বের মহাসাগরগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত রাশিয়ার নতুন এই নীতি-কৌশল বলবৎ থাকবে। সূত্র : রয়টার্স


বিবার্তা/তৌসো/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com