শিরোনাম
রুশ টি-৯০ ট্যাংক কিনছে ইরাক
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ১৬:৪৫
রুশ টি-৯০ ট্যাংক কিনছে ইরাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার নির্মিত টি-৯০ ট্যাংকের একটি বড়সড়ো চালান গ্রহণের অপেক্ষায় রয়েছে ইরাকি সশস্ত্র বাহিনী। শুক্রবার এ তথ্য জানায় ক্রেমলিনের এক সহযোগী। সিরিয়ার সফল ব্যবহার দেখার পরই টি-৯০ ট্যাংক কেনার সিদ্ধান্ত নেয় ইরাক।


ইরাকে মার্কিন আব্রাহাম ট্যাংকের পাশাপাশি মোতায়েন হবে এ সব ট্যাংক উল্লেখ করে রুশ প্রেসিডেন্টের সামরিক সহযোগিতা বিষয়ক সহযোগী ভ্লাদিমির কোজিন আরো জানান, ব্যাপক সংখ্যক টি-৯০ ট্যাংক কেনার চুক্তি করেছে ইরাক। বাগদাদ এবং টি-৯০ ট্যাংক নির্মাণকারী সংস্থা উরালভাগোনজাভোদের সঙ্গে এ চুক্তি হয়েছে বলে জানান তিনি।


তিনি বলেন, কতোগুলো ট্যাংক কেনা হবে সে কথা বলা যাবে না তবে এটি বেশ উল্লেখযোগ্য হবে। অবশ্য এর আগে ট্যাংক নির্মাণকারী সংস্থা জানিয়েছিল, চলতি বছর তারা ইরাককে ৭৩টি টি-৯০এস/এসকে ট্যাংক সরবরাহ করবে। এদিকে রাশিয়ার কাছ থেকে ট্যাংক কেনার বিষয়টি নিশ্চিত করেছে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়।


রুশ দৈনিক ইজভেজতিয়ায় এক খবরে বলা হয়েছে, ৭৩টির টি-৯০ ট্যাংকের পরও আরো ট্যাংক পাঠানো হবে। এ সংখ্যা ‘শত শত’ হতে পারে এবং এ সব ট্যাংক কেনা বাবদ ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে। সূত্র : স্পুতনিক


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com