শিরোনাম
সবার প্রতিনিধিত্ব করবো : কোবিন্দ
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ০৩:১২
সবার প্রতিনিধিত্ব করবো : কোবিন্দ
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে দলিত নেতা রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার দেশের সাংবিধানিক প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজেকে যেন আর বশে রাখতে পারলেন না রামনাথ কোবিন্দ। বললেন, এটা আমার কাছে অত্যন্ত আবেগময় মুহূর্ত।


১৯৯৭-সালে কে আর নারায়ণের পর দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন আগামী ২৫ জুলাই। তার লড়াইও ছিল আরো এক দলিত মীরা কুমারের বিরুদ্ধে। ১০ নম্বর আকবর রোড থেকে বিজয়ী ভাষণে নিজের প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কোবিন্দ। সেই সঙ্গে স্মরণ করলেন রাজনীতির আঙিনায় তার পূর্বসূরিদেরও। বললেন- এস রাধাকৃষ্ণণ, এপিজে আব্দুল কালাম এবং প্রণব মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টদের পদচিহ্ন অনুসরণ করাটাও তার কাছে সম্মানের বিষয়।


উত্তর প্রদেশের গ্রামের অতি সাধারণ এক দলিত পরিবারে বেড়ে ওঠা থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ— কোবিন্দের যাত্রাপথ সত্যিই সমীহ আদায় করে নেয়। নিজের লড়াইয়ের কথা মনে করেই যেন তিনি বলেন, সবার প্রতিনিধিত্ব করবো। নিজের রুজি রোজগারের জন্য যাঁরা প্রতি দিন লড়াই করছেন, আমি তাদের হয়েও প্রতিনিধিত্ব করবো। আমার জয় আসলে ভারতীয় গণতন্ত্রেরই জয়।


কোবিন্দের এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকেই। এ দিন প্রধানমন্ত্রীর টুইট, বিশ বছর আগে আর এই সময়... আপনার সঙ্গে পরিচয়টা সম্মানের প্রেসিডেন্ট ইলেক্ট। সাংসদ থেকে বিভিন্ন রাজ্যের বিধায়কদেরও কোবিন্দকে ভোটদানের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। কোবিন্দকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী মীরা কুমারও। তবে সেই সঙ্গে তিনি বলেন, এই কঠিন পরিস্থিতিতে সংবিধানের যথাযথ মর্যাদা রক্ষা করাটা যথেষ্ট চ্যালেঞ্জের। পাশাপাশি তিনি জানান, নিজের আদর্শের জন্য তার লড়াই চলতেই থাকবে।


বিবার্তা/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com