শিরোনাম
''তিনি শুধু দুর্নীতিই করতে জানেন, আর কিছু জানেন না''
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ১৬:৪৯
''তিনি শুধু দুর্নীতিই করতে জানেন, আর কিছু জানেন না''
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের সাবেক ক্রিকেটতারকা ইমরান খান আগামী বছরের সাধারণ নির্বাচনে তাঁর দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবি পেশ করেছেন।


ইমরান খান বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ দাবি পেশ করেন। তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে। একটি বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম অবশ্যই চালু করতে হবে। প্রবাসী পাকিস্তানীদের ভোটাধিকার দিতে হবে এবং সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এসব দাবি পূরণ না করলে নির্বাচন অবাধ ও স্বচ্ছ হবে না।


তিনি বলেন, ৬৭ লাখ পাকিস্তানী প্রবাসে আছেন, তাঁরা প্রতি বছর শত শত কোটি ডলার দেশে পাঠান। তাঁরা আমাদের সম্পদ। এই বিপুলসংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কোনভাবেই ন্যায়সঙ্গত হবে না।


নির্বাচন কমিশন প্রসঙ্গে ইমরান খান বলেন, বর্তমান সেট-আপের অধীনেই যদি ২০১৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ওই নির্বাচনে আমরা যাবো না। আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন।


প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাঁর বিরুদ্ধে পানামা পেপারস মামলায় কী অভিযোগ আনা হয়েছে তা জানেন না বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে কৌতুক করে ইমরান খান বলেন, ''তিনি শুধু দুর্নীতিই করতে জানেন, আর কিছু জানেন না।''


তিনি বলেন, ''নওয়াজ শরীফ ব্যবসার নামে দুর্নীতি ছাড়া আর কিছুই করেননি। তিনি অফশোর কম্পানি করেছেন, কাছের লোকদের নিয়োগ দিয়েছেন, বিভিন্ন মেগা প্রজেক্ট থেকে কমিশন ও ঘুষ নিয়েছেন এবং সেই টাকা পাচার করেছেন আর এখন জানতে চাইছেন, আমি কী অন্যায় করেছি?''


অর্থমন্ত্রী ইসহাক দারই প্রধানমন্ত্রী শরীফকে টাকা পাচার করা শিখিয়েছেন দাবি করে ইমরান খান বলেন, দেশের উন্নতি বলতে যদি কিছু হয়ে থাকে তাহলে তা হচ্ছে শরীফ পরিবারের সম্পদ বৃদ্ধি। সূত্র : ডন অনলাইন


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com