শিরোনাম
মিনি স্কার্ট পরায় সৌদিতে তরুণীকে পুলিশের জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৭, ১০:৪৬
মিনি স্কার্ট পরায় সৌদিতে তরুণীকে পুলিশের জিজ্ঞাসাবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিনি স্কার্ট ও ছোট জামা পরে জনসমাগম স্থানে ভিডিও ধারণ করার অভিযোগে এক তরুণীকে জিজ্ঞাসাবাদ করেছে সৌদি আরবের পুলিশ। ঐতিহাসিক উশাইকির এলাকায় ‘অভব্য পোশাক’ পরে যাওয়া ওই তরুণীটির বিরুদ্ধে আনা অভিযোগ সরকারি কৌঁসুলির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে ‘মডেল খুলুদ’ নামে একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পরে ওই ভিডিওটি টুইটারে ভাইরাল হয়।

 

ভিডিওতে দেখা যায়, তরুণীটি রাজধানী রিয়াদ থেকে দেড় শতাধিক কিলোমিটার উত্তরের উশাইকির হেরিটেজ ভিলেজের একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।তার পরনে ছিল মিনিস্কার্ট ও হাতাবিহীন সংক্ষিপ্ত জামা।

 

সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মধ্যে ভিডিওটিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এক পক্ষ দাবি করে, মুসলিম দেশটির পোশাক নীতিমালা ভঙ্গ করার কারণে তার শাস্তি হওয়া উচিত।আরেক পক্ষ তরুণীটির পক্ষাবলম্বন করে তার সাহসিকতার প্রশংসা করে এবং দাবি জানায়, তার ইচ্ছেমতো পোশাক পরার অধিকার থাকা উচিত।

 

এদিকে, মঙ্গলবার বিকেলে পুলিশের বরাত দিয়ে সৌদি সংবাদপত্রে বলা হয়, তরুণীটি ইন্টারনেটে ভিডিওটি আপলোডের কথা অস্বীকার করেছে এবং বলেছে আলোচিত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তার নয়। তবে সে একজন পুরুষ অভিভাবকের সঙ্গে ওই এলাকায় যাওয়ার কথা ‘স্বীকার’ করেছে বলে খবরে উল্লেখ করা হয়।

 

সৌদি আরবের পোশাক নীতিমালা অনুযায়ী, নারীরা ঢিলেঢালা পা পর্যন্ত ঝুলে থাকা কুর্তা পরা ছাড়া জনসমাগম স্থানে যেতে পারে না। আর সে মুসলিম হলে তাকে অবশ্যই হিজাব পরতে হবে। তবে এই কুর্তার নিচে সে কি পরবে সে ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই।

 

সৌদি আরবে নারীদের গাড়ি চালাতেও মানা। এছাড়া, অনাত্মীয় পুরুষের সাথে চলাচলও করতে পারবে না তারা। নারীদের হয় পুরুষ অভিভাবকের সঙ্গে অথবা তার লিখিত অনুমতিপত্র সমেত চলাচল করতে হবে। এই পুরুষ অভিভাবক হবে হয় তার স্বামী, বাবা অথবা ভাই। নিয়ম অনুযায়ী, তাদেরকে ছাড়া নারীরা ঘুরতে, কাজ করতে কিংবা ডাক্তার দেখাতেও যেতে পারবে না।সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com