শিরোনাম
মোবাইল ব্যবহারে বাধা, জওয়ানের হাতে মেজর খুন
প্রকাশ : ১৮ জুলাই ২০১৭, ১৪:১২
মোবাইল ব্যবহারে বাধা, জওয়ানের হাতে মেজর খুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মোবাইল ফোন ব্যবহারে বাধা দেয়ায় ভারতের রাষ্ট্রীয় রাইফেলসের এক মেজরকে গুলি করে হত্যা করেছে এক জওয়ান। ঘটনাটি ঘটেছে পাক-ভারত সীমান্তে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে। মঙ্গলবার এনডিটিভি এ খবর জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, কতর্ব্যরত অবস্থায় জওয়ানরা কেউ মোবাইল ব্যবহার করছেন কিনা তা দেখতেই জওয়ানদের ছাউনিতে যান ৭১নং রাষ্ট্রীয় রাইফেলসের মেজর শিখর থাপা। এসময় মোবাইলসহ হাতেনাতে ধরা পড়েন এক জওয়ান। ব্যবহারকারীর মোবাইল বাজেয়াপ্ত করেন তিনি।

 

একদিন পর ভাঙা এবং অকেজো অবস্থায় ফোনটি ফেরত পান ওই জওয়ান। এ ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেন এবং মেজরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। রাগের মাথায় মেজরের দিকে রাইফেল তাক করে পরপর দুইবার গুলি চালায় অভিযুক্ত জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেজর থাপার।

 

উল্লেখ্য, বারবার জঙ্গি হামলার লক্ষ্য হওয়ায় স্পর্শকাতর উরি সেক্টরে জওয়ানদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এ ঘটনার পেছনে শুধু মোবাইল নিয়েই ঝামেলা, নাকি অন্য কোনো কারণও আছে তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

 

এদিকে, এ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে চলছে তল্লাশি। সূত্র: এনডিটিভি

 

বিবার্তা/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com