শিরোনাম
নিজেদের তৈরি দৈত্যাকার ড্রোন আকাশে ওড়ালো চীন
প্রকাশ : ১৭ জুলাই ২০১৭, ১৭:৪৩
নিজেদের তৈরি দৈত্যাকার ড্রোন আকাশে ওড়ালো চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশালাকারের ‘চাইহং-৫’ ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে চীন।


চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক এক খবরে জানায়, এ ড্রোনের একেকটি পাখা ২১ মিটার লম্বা এবং এক টনের বেশি ওজন বহন করতে পারে। চাইহং বা রঙধনু সিরিজের এটি হচ্ছে সবচেয়ে বড় আকারের ড্রোন। এটি একটানা ৬০ ঘণ্টা আকাশে উড়তে এবং ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।


চাইহং প্রকল্পের প্রধান প্রকৌশলী শি ওয়েন জানান, নানামুখী কাজে ব্যবহার উপযোগী বিশ্বের অন্যতম সেরা ড্রোন এটি। প্রয়োজনে আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এ ড্রোনের উন্নয়ন ঘটানো হবে বলেও উল্লেখ করেন তিনি।


চাইহং-৫ নামের এ ড্রোন দিয়ে শত্রুর বিরুদ্ধে গোয়েন্দাগিরি ও শত্রু অবস্থানে হামলা, নজরদারি এবং টহল দেয়া যাবে। এছাড়া, বিভিন্ন রকমের জরিপ ও জরুরি ত্রাণ তৎপরতার মতো বেসামরিক কাজেও ব্যবহার করা যাবে এটি। সূত্র : সিনহুয়া


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com