শিরোনাম
মাদুরোকে প্রত্যাখ্যানে ভেনেজুয়েলায় প্রতীকী ভোট
প্রকাশ : ১৭ জুলাই ২০১৭, ১৩:৩৬
মাদুরোকে প্রত্যাখ্যানে ভেনেজুয়েলায় প্রতীকী ভোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতীকী নির্বাচনের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সংবিধান পরিবর্তনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করতে যাচ্ছে দেশটির প্রায় ৭২ লাখ ভোটার।

 

রবিবার নির্বাচনটির আয়োজন করে মাদুরো বিরোধীরা। বিশ্ববিদ্যালয়ের জামিনদাররা জানান, ইতিমধ্যে ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে।

 

ভেনিজুয়েলার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেসিলিয়া গার্সিয়া আরোচা ঘোষণা করেন, ‘এই ভোটের মাধ্যমে ভেনিজুয়েলা দেশের নির্বাহী কর্মকর্তা ও বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিল।’

 

উল্লেখ্য, নিকোলাস মাদুরোর ক্ষমতা আরো বাড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে গত ১ এপ্রিল থেকে বিক্ষোভ করছে বিরোধীরা। দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচনের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভের সময় তারা কারাগারে থাকা বিরোধী রাজনীতিবিদদের মুক্তি দাবি করে।

 

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সময় ২০১৯ সালে হলেও বিরোধীরা দাবি করছেন, দেশ আরো গভীর সংকটে পড়তে যাচ্ছে। ফলে এখনই প্রেসিডেন্ট নির্বাচন দরকার। এ আন্দোলনকে ভেনেজুয়েলার ‘মাদার অব অল মার্চেস’ হিসেবে বর্ণনা করেছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা।

 

ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ হওয়া সত্ত্বেও কয়েক বছর ধরে উচ্চ মুদ্রাস্ফীতি, অপরাধ এবং মৌলিক পণ্য সঙ্কটে ভুগছে দেশটি। এ অবস্থায় দেশটির অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন মাদুরো।

 

বিবার্তা/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com