শিরোনাম
খুলে দেয়া হলো আল-আকসা মসজিদ
প্রকাশ : ১৭ জুলাই ২০১৭, ০৮:১৭
খুলে দেয়া হলো আল-আকসা মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহতের জেরে দুই দিন বন্ধ রাখার পর অবশেষে জেরুজালেম ওল্ড সিটির পবিত্র আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল।


এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। ইসরায়েলি পুলিশের সঙ্গে মসজিদ প্রাঙ্গণে বন্দুকযুদ্ধে নিহত হয় তিন ফিলিস্তিনি। এর জের ধরেই আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা করে ইসরায়েল।


রবিবার মসজিদে বেশ কিছু সংখ্যক মুসলিম প্রবেশের অনুমতি পান। এ সময় তারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন।


শনিবার সন্ধ্যার দিকে প্যারিস সফরে যাওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি পবিত্র ওই স্থানের নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দিয়েছেন।


এদিকে, নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানোর কারণে রবিবার দুপুরের দিকে মসজিদের বাইরে নামাজ অনুষ্ঠিত হয়েছে।


আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর কিসওয়ানি বলেন, ইসরায়েলি সরকারের আনা পরিবর্তিত ব্যবস্থা প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, আমরা এই মেটাল ডিটেক্টরের পেরিয়ে মসজিদে প্রবেশ করবো না। সূত্র: আল-জাজিরা


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com