শিরোনাম
হজ্ব পালনে সাইকেল চালিয়ে লন্ডন থেকে মদিনা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৭, ০৯:৫৬
হজ্ব পালনে সাইকেল চালিয়ে লন্ডন থেকে মদিনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রায় দীর্ঘ সাড়ে তিন হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে লন্ডন থেকে পবিত্র মদিনার উদ্দেশ্যে একদল উদ্যমী তরুণ ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছেন। লন্ডন থেকে মদিনায় সাইকেল চালিয়ে কিভাবে তাঁদের সফর পরিচালিত হবে এব্যাপারে বিস্তারিত জানাতে শূক্রবার ১৪ জুলাই পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ ‘ইস্ট লন্ডন মসজিদ’ এর সম্মুখে বিভিন্ন মিডিয়ার মুখোমুখি হন সাইকেল আরোহীরা। বিকেল তিনটায় তাঁরা মদিনার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। এ সময় সফরকারীদের আত্মীয়, স্বজনরা তাঁদের বিদায় জানান।


সফরকারীরা জানালেন তাঁদের দলে রয়েছেন ৮জন সাহসী তরুণ। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পেরিয়ে তাঁরা পবিত্র মদিনায় পৌঁছাবেন। এ ব্যাপারে তাঁরা বিভিন্ন কমিউনিটি থেকে উৎসাহ, অনুপ্রেরণা এবং বহির্বিশ্বের বিভিন্ন সংস্থার সহযোগিতা পেয়েছেন। সাইকেল আরোহীরা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, গ্রীস, ইজিপ্ট, মদিনাসহ ৮টি দেশ ভ্রমণ করে মদিনায় পৌঁছাবেন। সফরের জন্য তাঁদের নির্ধারিত সময়সীমা ৬ সপ্তাহ। এ সময়ের ভেতর তাঁরা ৮টি দেশ ভ্রমণ করে তাঁদের গন্তব্যে পৌঁছাবেন। প্রতিদিন তাঁরা প্রায় ৭০ কিলোমিটার পথ ভ্রমণ করবেন।


উদ্যোক্তারা জানালেন এ থেকে সংগৃহীত অর্থ সিরিয়ার যুদ্ধ বিধস্ত মানুষের জন্য খাদ্য, ওষুধ, মেডিকেল সরঞ্জাম, ত্রাণসামগ্রীর জন্য বিতরণ করা হবে।


এই প্রজেক্টটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘হিউম্যান এইড’ ও ‘ওয়ান কল ট্রভেলস’ স্পন্সর করেছে। প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে কোন ধরনের তথ্য জানতে কিংবা এ ব্যাপারে সহযোগিতা করতে চাইলে সংস্থার ওয়েভসাইটে ‘ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট হজ্ব রাইড ডট কম’ এ বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com