শিরোনাম
শপিং মলে স্ত্রীদের জন্য স্বামী ‘জমা রাখা’র সার্ভিস
প্রকাশ : ১৫ জুলাই ২০১৭, ০৯:৩৬
শপিং মলে স্ত্রীদের জন্য স্বামী ‘জমা রাখা’র সার্ভিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের এক শপিং মলে শপিংয়ে যাওয়া নারীদের স্বামীকে ‘জমা’ রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দেশটির সংবাদপত্র ‘দ্য পেপার’ এ খবর জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, সাংহাইয়ের গ্লোবাল হার্বার মলে বেশ কিছু গ্লাস পড বা কাঁচের খোপ তৈরি করা হয়েছে। সেখানে নারীরা তাদের স্বামীদের জমা রেখে যেতে পারবেন। ফলে তারা যখন শপিং করবেন, তখন এই স্বামীদের আর পেছন পেছন ঘুরতে হবে না।

 

‘গ্লাস পডে’ স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন। প্রতিটি গ্লাস পডের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেম প্যাড। সেখানে বসে তারা ৯০ দশকের পুরোনো গেমগুলো খেলতে পারবেন।

 

শপিং মলটি জানায়, এই সার্ভিস আপাতত ফ্রি। কিন্তু পরবর্তীতে তারা ‘ফি’ চালুর কথা ভাবছে।

 

এই সার্ভিস ব্যবহার করেছেন এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানায়, তারা ব্যাপারটি পছন্দ করেছেন। ইয়াং নামে একজন বলেন, ‘আমি মাত্র টেকেন-থ্রি গেমটি খেললাম। আমার মনে হলো আমি যেন মাত্র স্কুল থেকে ফিরেছি।’  

 

টেকেন-থ্রি হচ্ছে ৯০এর দশকের একটি গেম।

 

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতুক চলছে। এই সার্ভিস আরো বিভিন্ন জায়গায় সম্প্রসারণ করা যায় কীনা জানতে চেয়েছেন অনেকে।

 

একজন মন্তব্য করেন, ‘এই সার্ভিস এখন স্বামীদের শপিংয়ে যেতে যোগাতে উৎসাহ যোগাবে। যদিও শপিংয়ের খরচ তাদের পকেট থেকেই যাবে।’  

 

তবে একজন স্ত্রী মন্তব্য করেছেন, ‘আমার স্বামী যদি কেবল বসে গেম খেলতে চান, তাকে শপিংয়ে নিয়ে আসার মানে কি?’  সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com