শিরোনাম
ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান খামেনির
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৬:২৫
ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান খামেনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জিহাদকে প্রত্যেক মুসলমানের অপরিহার্য দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।


ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবেও উল্লেখ করেছেন তিনি। তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম দেশের রাষ্ট্রদূত, ইরানের সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক অনুষ্ঠানে যোগ দেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। ‘ইসলামি শরীয়াহ অনুসারে কোনো শত্রু মুসলমানদের ভূমি দখল করলে সেই শত্রুর বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেকের দায়িত্ব হয়ে দাঁড়ায়’।


সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের জন্য প্রধান ইস্যু, কিন্তু কিছু মুসলিম দেশের কর্মকাণ্ডে মনে হচ্ছে,তারা ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করছে এবং ভুলে গেছে। তার মতে, ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করা এখন সব মুসলমানের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু কেন অনেকেই তা থেকে সরে দাঁড়াচ্ছে?


চলমান প্রেক্ষাপটে মুসলমানদের মধ্যকার অনৈক্যকে সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। মুসলমানদের স্বার্থেই এ সমস্যার সমাধান করা দরকার বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি ইয়েমেন, সিরিয়া, ইরাক ও উত্তর আফ্রিকার কিছু দেশ নিয়ে তিনি কথা বলেন।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com