শিরোনাম
রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন আসাদ!
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১০:৪৬
রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন আসাদ!
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিদ্রোহীদের দমনে রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। আসাদকে সতর্ক করেছে হোয়াইট হাউস বলছে, ‘এমন হামলা হলে সিরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।’


হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আগেই বলেছি যে ইরাক ও সিরিয়া থেকে আইএস জঙ্গিদের নির্মূলে যুক্তরাষ্ট্র সিরিয়ায় রয়েছে। আসাদ যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আরেকবার গণহত্যা চালায়, তাহলে আসাদ ও তার সেনাবাহিনীকে চড়া মূল্য দিতে হবে।’


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে রাসায়নিক হামলার আগে যে ধরনের তৎপরতার তথ্য এসেছিল, এবারও একই ধরনের কর্মকাণ্ডের খবর যুক্তরাষ্ট্রের কাছে আছে।


সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেইখৌনে গত ৪ এপ্রিলের ওই রাসায়নিক হামলায় ৮৯ জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ওই ঘটনার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করে।


তবে বাশার বরাবরই শেইখৌনে গ্যাস হামলার পেছনে তার বাহিনীর হাত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। আর ক্ষেত্রেও তিনি পুরনো মিত্র রাশিয়াকে পাশে পাচ্ছেন।


জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর গত ছয় বছরে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। প্রায় ৫০ লাখ সিরীয় পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন এবং ৬০ লাখেরও বেশি সিরীয় উদ্বাস্তুতে পরিণত হয়েছেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com