শিরোনাম
মার্কিন নির্বাচনের প্রাক্কালে পুঁজিবাজারে অস্থিরতা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ১১:৪৩
মার্কিন নির্বাচনের প্রাক্কালে পুঁজিবাজারে অস্থিরতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন নিবার্চনের উত্তাপ আর দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, তখন দেশটির পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। অথচ হিলারির জয়ের ইঙ্গিত সুস্পষ্ট হয়ে ওঠার পর মার্কিন পুঁজিবাজারে বেশ গতি সৃষ্টি হয়। অথচ তারই ই-মেইল কেলেঙ্কারি নতুন করে মাথা চাড়া দেয়ার পর পুঁজিবাজারে ভাটার টান দেখা যাচ্ছে।


দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। এরপরই প্রেসিডেন্টের গদিতে উঠছেন হিলারি ক্লিনটন কিংবা ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত বিভিন্ন জরিপে এগিয়ে আছেন ক্লিনটন। কিন্তু ট্রাম্পের নারী ‘কেলেঙ্কারির’ পর এবার হিলারিও পড়লেন আরেকটু বিপাকে। মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই) নতুন করে হিলারির ই-মেইলের ব্যাপারটি পুনঃতদন্ত করবে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থার মুখে শুক্রবার মার্কিন পুঁজিবাজারে সূচকগুলো বেশ খানিকটা ধাক্কা খেয়েছে।


বাজার বিশ্লেষকরা বলছেন, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে এফবিআইয়ের নতুন করে এই উদ্যোগ তাকে নির্বাচনে ভোগাবে। শুধু তাই নয়, এর জন্য পুঁজিবাজারকেও বেগ পোহাতে হবে। বাজারে অস্থিরতা শুরু হয়েছে। এ অস্থিরতা বাজারকে টালমাটাল করে দিতে পারে। শুক্রবার ডাও জোনস ১০ পয়েন্ট নেমে লেনদেন শেষ করে। তবে ই-মেইল পুনঃতদন্তের খবরের পর একপর্যায়ে সূচকটি ৭৪.৭১ পয়েন্ট হারায়। এর আগে সূচক ৭৫ পয়েন্ট বাড়তি ছিল। এদিন নাসডাক কম্পোজিট সূচকও দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট হারায়।


অর্থনীতিবিদরা দাবি করেন, রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাজার ধরা খেতে পারে বলে মনে করে বিনিয়োগকারীরা। কিছু সূচক ১০ থেকে ১৫ শতাংশ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, পুঁজিবাজারে জয়ের যে ধ্বনি- তার প্রভাব এই দুই প্রার্থীর টেলিভিশন বিতর্কের পর ইতিমধ্যেই দেখা গেছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন ওলফার মনে করেন, বাজার চায় হিলারি ক্ষমতায় আসুক। তিনি ক্ষমতায় আসলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিতে পারে। বাজার এখন এ বিষয়টিকেও ফোকাস করছে।


তিনি বলেন, হিলারি ও ট্রাম্পের টিভি বিতর্ক নিয়ে আমরা ইতিমধ্যে বাজারের অস্থিরতার অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা দেখেছি, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা যখন ক্ষীণ হয়েছে, তখন বাজারে অস্থিরতা কেটেছে। আবার হিলারির জয়ের বার্তা দিয়েছে পুঁজিবাজার।


প্রসঙ্গত, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের আরো কিছু ই-মেইলের খোঁজ পাওয়ার পর এফবিআই নতুন করে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। তবে হিলারি আস্থার সঙ্গে বলেছেন, তার ব্যক্তিগত ই-মেইল চালাচালি নিয়ে নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।


এফবিআই পরিচালক জেমস কোমি বলছেন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়ে তারা নতুন করে তদন্ত করছেন। কারণ সেই সময়ের আরো কিছু ই-মেইলের সন্ধান তারা পেয়েছেন। এদিকে এফবিআইয়ের এ ঘোষণার পরই সুযোগটা কাজে লাগানোর নেশায় মেতে উঠেছেন ট্রাম্প।


তিনি হিলারির এই ই-মেইল কাণ্ডকে ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে ভয়াবহ বলে উচ্চারণ করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে গত একমাসে ১১ নারী যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। এ বিষয়টি নিয়ে রিপাবলিকান থেকে তিনি বেশকিছু সমর্থনও খুঁইয়েছেন।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com