শিরোনাম
মিয়ানমারে প্রথম জিকা রোগী সনাক্ত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৬:৪৯
মিয়ানমারে প্রথম জিকা রোগী সনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে বৃহত্তম নগরী ইয়াঙ্গুনে প্রথমবারের মতো এক গর্ভবতী বিদেশি নারীর শরীরে মশাবাহিত জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। শুক্রবার রাষ্ট্রায়ত্ত্ব গ্লোবাল নিউলাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

 

স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার পর কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে ৩২ বছর বয়সী ওই বিদেশি নারী জিকা ভাইরাসে আক্রান্ত। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো জিকা রোগীর সন্ধান পাওয়া গেল। তবে ওই নারী পর্যটক কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র এক প্রতিবেদনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জিকার সম্ভাব্য বিস্তারের ব্যাপারে সতর্কবাণী করেছে। এতে বলা হয়, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোতে এ রোগ ব্যাপকভাবে বিস্তারের সম্ভাবনা আছে।

 

 

জিকা রোগের উপসর্গ হল- প্রচণ্ড জ্বর, চোখ লাল হওয়া ও ফুসকুড়ি ওঠা। এছাড়া জিকা ভাইরাস নবাজাতকের মাইক্রোসেফ্যালি রোগের জন্য দায়ী। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণার পর এ বিষয়ে বিজ্ঞানীরা সম্মিলিতভাবে নিশ্চিত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ছোট মাথা বা অপরিপূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্ম নেয় একটি নবজাতক।


প্রাপ্তবয়স্কদের মধ্যেও গুইলাইন-ব্যারে সিনড্রোমের মতো স্নায়বিক সমস্যা দেখা দেয়। ফলে পক্ষাঘাত এমনকি মৃত্যুও ঘটতে পারে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা চিকিৎসা বের হয়নি। সূত্র: এএফপি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com