শিরোনাম
নর্থ ডাকোটায় ব্যাপক বিক্ষোভ, গণগ্রেফতার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:০৯
নর্থ ডাকোটায় ব্যাপক বিক্ষোভ, গণগ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় তেল পাইপলাইন বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সেখানে একটি বিতর্কিত তেল পাইপলাইন প্রকল্পকে কেন্দ্র করে চরম উত্তেজনাপূর্ণ ও সহিংস পরিস্থিতি অব্যাহত থাকার প্রেক্ষাপটে ডাকোটা পুলিশ এ গ্রেফতার অভিযান চালায়।

 

কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিযান চালাতে পুলিশ শব্দ বোমা ও পেপার স্প্রে ব্যবহার করে। প্রাথমিকভাবে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে এ অভিযান চালানো হয়। এতে কয়েকশ’ বিক্ষোভকারী সেখান থেকে পালিয়ে যায় এবং ১১৭ জনকে গ্রেফতার করা হয়।

 

নর্থ ডাকোটার জরুরি বিভাগ জানায়, সেখানে সর্বশেষ উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছে। রাস্তায় বিক্ষোভ প্রদর্শনকালে এক ব্যক্তির হাতে গুলি লাগে। এছাড়া পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পর অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে ওই গুলির ঘটনায় কেউ আহত হয়নি।

 

ডাকোটা এক্সেস পাইপলাইনের নির্মাণ কাজ বন্ধের প্রচেষ্টায় বিক্ষোভকারীরা সপ্তাহান্তে দুটি রাস্তা বন্ধ করে দেয় এবং বেসরকারি জমি দখল করে ক্যাম্প স্থাপন করে। উল্লেখ্য, এ পাইপলাইন প্রকল্প বন্ধে ন্যাটিভ আমেরিকান ও তাদের সমর্থকরা এক মাস ধরে বিক্ষোভ করে আসছে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com