শিরোনাম
মসুলে ৮০০-৯০০ আইএস জঙ্গি নিহত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ০৯:২২
মসুলে ৮০০-৯০০ আইএস জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি ইরাকের মসুল পুনরুদ্ধারের লড়াই আরো তীব্র হয়েছে। সামরিক অভিযানে এখন পর্যন্ত ৮০০ থেকে ৯০০ আইএসে জঙ্গি নিহত হয়েছে। এমনটিই দাবি করেছেন মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল।

 

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানান, শহরটি পুনর্দখলে আক্রমণ আরো জোরদার হচ্ছে। মাত্র গত সপ্তাহে শুরু হওয়া এই অভিযানে আমাদের ধারণা সম্ভবত ৮০০ থেকে ৯০০ আইএস যোদ্ধা নিহত হয়েছে। 

 

অন্যদিকে ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড বা জেওসি এক বিবৃতিতে বলেন, মসুল পুনর্দখল অভিযানে এ পর্যন্ত ৭৭২ আইএস জঙ্গি নিহত ও অপর ২৩ জন আটক হয়েছে। এসময় আইএসের হাতে থাকা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ভূগর্ভস্থ টানেল ও জঙ্গিদের আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়েছে।

 

ইরাকি নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার মসুলের নিকটবর্তী ওয়াদি আল-কাসাব এবং আল-হামজা গ্রাম পুনর্দখল করে। ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা এক ঘোষণায় জানায়, মসুলের আল-আরাবি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোটের বিমান হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে।

 

ইরাকে আইএসের সবচেয়ে বড় ঘাঁটি মসুল। সেখানে প্রায় পাঁচ হাজার আইএস জঙ্গি আছে। সপ্তাহখানেক আগে ইরাকি ও কুর্দিশ সেনা জোট শহরটি দখলে অভিযান শুরু করেছে। মসুলের উপকণ্ঠে প্রবল সংঘর্ষ হচ্ছে। ধারণা করা হচ্ছে, মসুলেই রয়েছে আইএস প্রধান আল বাগদাদি।

 

এদিকে সরকারি বাহিনীকে হটাতে আইএস আত্মঘাতী হামলা চালাচ্ছে। পরপর গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে তারা। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com